নড়াইলের কালিয়ায় “কৃষিই সমৃদ্ধি” ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ৩ দিন ব্যাপী এ মেলায় ১০ টি স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও পরামর্শ প্রদানের জন্য সুসজ্জিত বুথ স্থাপন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা চত্তর থেকে বর্নাঢ্য র্যালি শুরু হয়ে কৃষি অফিস মেলা চত্বরে এসে শেষ হয়। কৃষি অফিসের সামনে মেলায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে ফিতা কেঁটে স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান। এ মেলা চলবে (১০-১২) ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশল প্রনব কান্তি বল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোমিন, কৃষি সম্প্রসারন অফিসার দিনাশ্রী বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ শাহরিয়ার আহমেদ ও বিভিন্ন ইউনিয়নের উপ সহকারি কৃষি কর্মকর্তা, কৃষক কৃষাণীসহ অনেকে।