গাজীপুর-০৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি আছেন। এ অনুষ্ঠানকে সম্প্রীতির বন্ধনের আদর্শ মডেল বলে মন্তব্য করেছেন খোদ সংসদ সদস্য। এমন আনন্দঘন পরিবেশে আলাদা আলাদা অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্য বিদায়ী চেয়ারম্যান ও নব-নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে সদরের ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ চত্তরে সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নব নির্বাচিত চেয়ারম্যান সালাউদ্দিন সরকারকে ফুল দিয়ে দায়িত্ব গ্রহনের আমন্ত্রন জানান। একইভাবে সালাউদ্দিন সরকার ও বিদায়ী চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে ফুল দিয়ে বিদায়ী সংবধনা জানান। অনুরুপভাবে পিরুজালী ইউপি চত্তরে সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ সরকার মঞ্জু ও নবনির্বাচিত চেয়ারম্যান জালাল উদ্দিনের মধ্য ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অপরদিকে মির্জাপুর ইউপি চত্তরে নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দুলাল ও সদ্য বিদায়ী চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লী’র মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দায়িত্ব হস্তান্ত ও গ্রহন অনুষ্ঠান হয়। এ উপলক্ষে ১২ জুন সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) রেজা মোহাম্মদ ছড়া সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মাহ্তাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, জেলা আওয়ামীলীগের ধর্ম সম্পাদক অ্যাডভোকেট আবু বক্কর , সদর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সদস্য এম, হানিফ মাহমুদ, মোশারফ হোসেন রুবেল প্রমুখসহ নবনির্বাচিত ও বিদায়ী ইউপিগন, স্থানীয় আওয়ামীলীগ, এর অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।