শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
আওয়ামী লীগের আমলে প্রতিবছর ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে: টিআইবি আমাদের ছাত্রজীবনে ঢাবিতে বর্ণাঢ্য ছাত্ররাজনীতি ছিল : মির্জা ফখরুল হিন্দুর বন্ধু ইউনূস-বিএনপি-জামায়াত শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : তাজউদ্দীনের মেয়ে আগামী প্রজন্মকে দূষণমুক্ত খাল আর দূষণমুক্ত নদী দেখাতে হবে- পানি সম্পদ উপদেষ্টা আরও ১৮টি গ্যাসকূপ খনন করা হবে ভোলায়: জ্বালানি উপদেষ্টা ব্যাংকে সাইবার আক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে: বাংলাদেশ ব্যাংক মার্কিন নির্বাচন: আগাম ভোট দিয়েছেন ৬ কোটিরও বেশি ভোটার দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যান উপভোগ করতে পর্যটকদের ভীড় ৭ নভেম্বর রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করতে হবে : জয়নুল আবদীন ফারুক

ফাইভ-জি হলে উচ্চগতির ইন্টারনেট সেবা মিলবে: মোস্তাফা জব্বার

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের ৯৮ শতাংশ এলাকা ফোর-জি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। আমরা ফাইভ-জি নেটওয়ার্কও চালু করেছি। ফাইভ-জি নেটওয়ার্ক সম্প্রসারিত হলে মানুষ উচ্চগতির মোবাইল ইন্টারনেট সুবিধা পাবে। এতে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ও মোবাইল ইন্টারনেটের মধ্যে বিদ্যমান গতির পার্থক্য অনেকটাই কমবে।তিনি বলেন, ২০০৮ সালে দেশে মাত্র সাড়ে ৭ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হতো। সেসময় ব্যবহারকারী ছিলেন ৮ লাখ। বর্তমানে ৪১০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হচ্ছে এবং ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১২ কোটি। গত বৃহস্পতিবার (১৫ জুন) বিটিআরসি মিলনায়তনে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য উচ্চগতির ইন্টারনেট নিশ্চিতে অন্তর্ভুক্তিমূলক ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নবিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী তার দপ্তর থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
মোস্তাফা জব্বার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব, জুয়াসহ ও পর্নোগ্রাফি ছড়ানো হচ্ছে। সীমিত প্রযুক্তি দিয়ে আমরা তা মোকাবিলার চেষ্টা করছি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্েয এ বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।
বিশ্ব সভ্যতার অগ্রগতিতে ডিজিটাল সংযুক্তি অপরিহার্য উল্লেখ করে মন্ত্রী বলেন, এ লক্ষ্েয দেশের প্রায় প্রতিটি ইউনিয়ন পর্যন্ত আমরা উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগের আওতায় এনেছি। প্রতিটি গ্রাম উচ্চগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনার কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে দেশের প্রতিটি বাড়ি উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টার সংযোগের আওতায় আনা হবে।
মন্ত্রী সব অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি যুতসই জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ লক্ষ্েয আমরা কাজ করছি। অনগ্রসর জনগোষ্ঠী; বিশেষ করে নারী, প্রতিবন্ধী, জেলে, বেদে শ্রেণির মানুষের জন্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট সহজলভ্য করতে হবে। পাশাপাশি তাদের জন্য ডিজিটাল যন্ত্র ব্যবহারের দক্ষতা ও তাদের মধ্েয সচেতনতা তৈরি করা অপরিহার্য। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিত উদ্েযাগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ইন্টারনেট সহজলভ্য করলেই চলবে না, নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার বিষয়টিও খুবই জরুরি। আগামী দিনের সামনে যাওয়ার বাহন হচ্ছে ইন্টারনেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে গত সাড়ে ১৪ বছরে দেশে ডিজিটাল অবকাঠামোসহ ডিজিটাল প্রযুক্তি বিকাশে বিস্ময়কর অগ্রগতি অর্জিত হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ, কমিশনার শেখ রিয়াজ আহমেদ, এফরএআই’র পলিসি অ্যান্ড রেগুলেটরি এক্সপার্ট আনজু ম-ল, উইমেন ইন ডিজিটালের সিইও নিলা আছিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাফিফা জামাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নোভা আহমেদ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com