বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

বরিশালে ২৪ই জুন তারুণ্য সমাবেশ সফল করার লক্ষে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩

আগামী দিনে এদেশের ভোটের অধিকার ও গনতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন বেগবান করা সহ তরুন ভোটারদের ভোটের অধিকার বঞ্চিত করা অবৈধ সরকারকে হটিয়ে তাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ স্বাধীন হওয়ার এই প্রথম তিনি তারুণ্যদের নিয়ে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে। এরই ধারবাহিকতায় আগামী ২৪ই জুন বরিশালে তারুণ্য সমাবেশ সফল করার লক্ষে বরিশাল দক্ষিণ জেলা যুবদল ও বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল পৃথক দুটি প্রস্তুতি সভা করেছে। শনিবার (১৭ইজুন) দুপুরে নগররীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে বরিশাল জেলা দক্ষিন যুবদলের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা দক্ষিন যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারুণ্য সমাবেশ যুবদলের সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি জাকির হোসেন নান্নু। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিন জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল বরিশাল বিভাগীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন, কেন্দ্রীয় যুবদল যোগাযোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, কেন্দ্রীয় যুবদল কমিটির সদস্য কামরুজ্জামান নান্নু সহ স্থানীয় প্রর্যায়ে বিভিন্ন উপজেলার যুবদল আহবায়ক ও সদস্য সচিবরা সমাবেশ সফল করার জন্য বক্তব্য রাখেন। এসসময় প্রধান অতিথি বলেন, এদেশের ৪ কোটি তরুন ভোটার দীর্ঘদিন ভোটার হয়েও তারা তাদের ভোটটি কেন্দ্রে গিয়ে দিতে গিয়ে বঞ্চিত হয়েছে। তাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুনদের ভোটের মাঠে এক কাতারে ফিরিয়ে আনার লক্ষ্যে তারুণ্য সমাবেশের ডাক দিয়েছে। প্রস্তুতি সভায় বিভাগীয় সহ-সভাপতি এ্যাড, তছলিম উদ্দিন বলেন, আগামী ২৪ই জুন তারুন্য সমাবেশ সফল করার জন্য জেলা যুবদলের সদস্য ও নেতৃবৃন্দ প্রয়োজনে রোজা থাকার মত সকালে খেয়ে মাঠের সমাবেশ সফল করে সন্ধায় গিয়ে বাড়িতে ইফতার করার আহবান জানান। তিনি বলেন আমাদের আন্দোলনের মাধ্যমে দেশের এই সর্বচ্চ স্বৈরাচার সরকারকে আগামী তত্ববধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে তারপরেই আমরা রাজপথ ত্যাগ করব। এর পূর্বে দলীয় কার্যলয়ে তৃতীয় তলায় বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্য সমাবেশ সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন জাফরের সভাপতিত্বে ও সদস্য সচিব সামসুল কবির ফরহাদের সঞ্চলনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ। এসময় অরো বক্তব্য রাখেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রফিকুল ইসলাম জনি, সদস্য সচিব কামরুল আহসান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com