জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার সকালে ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাজার বাসস্ট্যান্ডে ফটিকছড়ির সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পত্রপত্রিকার সংবাদকর্মীরা অংশ নেন। এসময় বক্তরা বলেন, সাংবাদিকরা কারোর প্রতিপক্ষ নয় দেশের উন্নয়ন সংবাদের পাশাপাশি অনিয়ম-দুর্নীতির খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করেন। সাংবাদিকতা পেশা রাস্ট্রীয় স্বীকৃত। কোন অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ হলেই সাংবাদিকরা রোষানলে পড়েন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। তাই সারা দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানী বন্ধ করাসহ সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত সকল আসামীকে দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি সকল আসামীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরী, সাংবাদিক আবু মুছা জীবন, দৈনিক আজাদীর সোলাইমান আকাশ, দৈনিক পূর্বকোণের মোরশেদ মুন্না, দৈনিক সকালের সময়ের রফিকুল ইসলাম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ওবাইদুল আকবর রুবেল, দৈনিক যায়যায়দিনের জীপন উদ্দীন প্রমুখ।