সীতাকুণ্ডে আন্ত কলেজ ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে নিয়মিত অনুশীলনে ব্যস্থ সময় পার করছে পৌরসদরস্থ ডিগ্রী কলেজ ফুটবল টিম। আগামী ২৬জুন উদ্বোধনী খেলায় সীতাকুণ্ড ডিগ্রী কলেজ ফুটবল দলের প্রতিপক্ষ নিকট প্রতিবেশি সীতাকুণ্ড কামিল মাদ্রাসা ফুটবল দল। টিমের প্রশিক্ষক উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ নুরুচ্ছাফা জানান, সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত নিয়মিত প্রাকটিস করে আসছে খেলোয়াড়রা। ফুটবল টিমের সদস্যদের উৎসাহ উদ্দীপনা বাড়াতে মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সীতাকুণ্ড ডিগ্রী কলেজ রাস্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এস. এম মোনায়েম ও অফিস সহকারী আলী আহাম্মদ। ক্রীড়ানুরাগী এস. এম মোনায়েম স্যার‘কে পেয়ে দারূণ উৎসাহে মাঠে নামছে টিমের খেলোয়াড়রা। টুর্ণামেন্টে সফলতার বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানান, প্রশিক্ষক মোঃ নুরুচ্ছাফা। সীতাকুণ্ড ডিগ্রী কলেজ রাস্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এস. এম মোনায়েম জানান, বিনোদন ছাড়াও খেলাধুলাতে রয়েছে শরীর চর্চা, শিক্ষা ও সংস্কৃতি। রয়েছে পারস্পরিক বন্ধুত্ব, ধৈর্য, একতা, শৃঙ্খলা ও নৈতিকতার প্রশিক্ষণ। মাঠ থেকে খেলাধুলা হ্রাস পাওয়ায় শিক্ষার্থীদের অবসর সময় কিংবা ছুটির দিনের শরীরচর্চার সে সময়টুকুও আজ হারিয়ে যাচ্ছে স্মার্টফোনের মাঝে। তিনি আরো জানান, স্মার্টফোনের আসক্তি রোধে খেলাধুলার রয়েছে বিশেষ গুরুত্ব।