রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন : আসিফ নজরুল তিস্তার পানি দ্রুত বাড়ছে আজ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না : মামুনুল হক নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে : উপদেষ্টা আদর্শিক ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে জাতি গঠনে কাজ করবে: মঞ্জুরুল ইসলাম জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের দাফন ছাত্র-জনতার অদম্য সংকল্প ও প্রত্যয় স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে

মঠবাড়িয়ায় পূজা উৎযাপন কমিটি নিয়ে বিরোধে হামলায় আহত-৩

গাজী মো. মাসুদ রানা (মঠবাড়িয়া) পিরোজপুর :
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূজা উদযাপন কমিটি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এতে সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক দেব দুলাল ও উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্যামা শংকর এবং আমড়াগাছিয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কর্মকার আহত হয়েছেন। চোখ থেকে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে গুরুতর আহত দেব দুলালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (২৫০ শয্যা) স্থানান্তর করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ সেবাশ্রমে সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন। হামলায় আহত উত্তম কুমার রায় লিখিত বক্তব্যে বলেন, পূজা উদযাপন কমিটি গঠন নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। ৯জুন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য লিটন চন্দ্র সমদ্দারকে কাজল দাসের ভাই সজল চন্দ্র দাস মোবইলে হুমকি দিলে এ নিয়ে থানা সাধারণ ডায়রী করেন। এসব বিষয় ও সম্প্রতি উপজেলা পূজা কমিটি গঠণ নিয়ে নতুন করে তাদের মধ্যে ওই বিরোধ চাঙ্গা হয়ে উঠে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বৃহষ্পতিবার রাতে দেব দুলাল ও উত্তম রায় পৌর শহরের বিমল কর্মকারের দোকানের সামনে রাখা মটরসাইকেলে উঠলে বিদ্যুৎ চলে যায়। এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজল চন্দ্র দাস, শিক্ষক বাবুল কির্ত্তুনিয়া ও একই কমিটির সাধারণ সম্পাদক পার্থ রঞ্জন বেপারীসহ ২০ সন্ত্রাসী মটরসাইকেলের পিছন থেকে হাতুড়ি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতরও আহত করেন। পরে দৌড়ে গিয়ে উপজেলা ভূমি অফিসের সামনে শ্যামা শংকরকে পেয়ে তাকেও হাতুড়ি পেটা করে আহত করে। এসময় তাদের সাথে থাকা নগদ টাকাসহ ২লাখ ৭৩ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এঘটনায় শুক্রবার রাতে দেব দুলাল হাওলাদার বাদী হয়ে ৪ জন নামীয় এবং অজ্ঞাত ২০ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা শ্যামা শংকর রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবু সাওজাল, অমিতাব মজুমদার, প্রবীন সমাজ সেবক পরেশ বেপারী, যুব সংগঠক জীষœু বড়াল ও সন্তোশ তালুকদার প্রমুখ। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com