শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন

শুদ্ধাচার পুরস্কার পেলেন লামার ইউএনও মোস্তফা জাবেদ কায়সার

তৈয়ব আলী (লামা) বান্দরবান :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০২২-২০৩ অর্থ বছরের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন পাহাড়ি জেলা বান্দরবানের লামা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। কর্মক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা, পেশাগত জ্ঞান, কর্তব্যনিষ্ঠা, সততার নিদর্শন, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামাজিক সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনে ও ভালো কাজের স্বীকৃতি সরুপ পুরস্কার হিসেবে তাকে একটি ক্রেস্ট, সনদ ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে। রোববার (২৫ জুন) বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি পুরস্কারটি তুলে দেন। পুরস্কার প্রাপ্তিতে ইউএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার-কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্যারের প্রতি। তিনি বলেন,চাকুরী জীবনে এ পুরস্কার আমার অনেক বড় প্রাপ্তি। এতে আমার কাজের স্পৃহা আরো বেড়ে যাবে। পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইউএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, যেকোনো পুরস্কারই আনন্দের। জাতীয় শুদ্ধাচার পুরস্কার আমার জন্য নিঃসন্দেহে একটা বিশাল সম্মানের বিষয়। এই পুরস্কার আমাকে ভালো কাজে আরও বেশি উৎসাহ দেবে। আমি কাজ করতে পছন্দ করি। তিনি তার উপর অর্পিত দায়িত্ব আরও সঠিক ভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় বান্দরবান জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং উপজেলা পর্যায়ের সকল ইউএনও উপস্থিত ছিলেন। অপরদিকে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও সংগঠন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com