লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দ্বিধাবিভিক্ত ফুটবলবিশ্ব। দুই তারকাকে নিয়ে কম কালি খরচ হয়নি অতীতে। বহুবার দুই তারকাকে তাদের বিখ্যাত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ক্যারিয়ারের পড়ন্তবেলায় এসে ফের একই প্রশ্ন করা হল লিও মেসিকে। রোনালদোর সাথে প্রতিদ্বন্দ্বিতা কিভাবে দেখেন এলএম ১০?
ক্রীড়াবিষয়ক একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘এখন আর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভাবি না। আগেও বলেছি, আরো একবার বলছি, কেরিয়ারের এই পর্যায়ে পৌঁছে আমি আর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভাবি না। বরং আর্জেন্টিনা, ক্লাবের হয়ে যে সাফল্য অর্জন করেছি, সেগুলোকেই গুরুত্ব দিই। ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, লিগ, কাপ জেতা হয়ে গিয়েছে আমার।’ বিশ্বকাপ অধরা ছিল। তাও জেতা হয়ে গিয়েছে মেসির। কেরিয়ারে সবকিছুই জেতা হয়ে গিয়েছে আর্জেন্টাইন তারকার। আর কিছু বাকি নেই তার জেতার। আর্জেন্টাইন মহাতারকা আরো বলছেন, ‘সবই প্রায় জেতা হয়ে গিয়েছে আমার। এদিক দিয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। গোল এবং রেকর্ড রয়েছে তোমার সাথে। তবে আমার মতে, এগুলো এখন গৌণ।’ একসময়ে মেসি ও রোনাল্ডো স্প্যানিশ লিগে ঝড় তুলেছিলেন। তাদের দু’ জনের লড়াই এল ক্লাসিকো-কে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছিল। মেসি বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জাঁ-য় চলে গিয়েছিলেন। প্যারিস সাঁ জাঁ-ও মেসির কাছে সাবেক হয়ে গিয়েছে। আর্জেন্টাইন তারকার নতুন ঠিকানা ইন্টার মায়ামি। রোনালদোও ইউরোপ ছেড়ে এশিয়ায় চলে এসেছেন। সূত্র : সংবাদ প্রতিদিন