১২ জুলাই বুধবার সন্ধ্যায় বাগেরহাট ফাউন্ডেশন সভাকক্ষে ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বাগেরহাট ফাউন্ডেশনের গত তিন মাসের আয়-ব্যয় হিসাব উত্থাপন ও অনুমোদনের পাশাপাশি আগামী তিন মাসে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনার সিদ্ধান্ত অনুমোদিত হয়। সভায় ২০২৩-২৪ সালের জন্য একটি স্মরণিকা প্রকাশের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপকমিটির অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বদলী জনিত কারণে বিদায়ী জেলা প্রশাসক ও বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমানকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করেন বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দারসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।