বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

বাগেরহাটে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা উদ্ভোধন

বাগেরহাট সদর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

শিশুদের কল্যাণে আমরা সবাই, শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকালে বাগেরহাট এসিলাহা মিলনায়তনে দুই দিন ব্যাপী জেলা পর্যায়ের জাতীয শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। বাংলাদেশ শিশু একাডেমী ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিশু একাডেমীর আয়োজনে শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, রিজিয়া পারভীন, প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, অংকুর সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাঈদ ডাব্লু, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সৈয়দ শওকত হোসেন, খুলনা বেতারের প্রতিনিধি আকমল উদ্দিন সাকি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকসহ প্রতিযোগিতারা এই সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই প্রতিযোগিতায় ৯টি উপজেলার ৩টি বিভাগে ৩০টি বিষয়ে প্রায় ৬ শত প্রতিযোগি অংশ নিচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com