বগুড়া জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় খেলা শনিবার (১৯ জুলাই) সান্তাহার আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে ৩ টায় জেলার দুপচাঁচিয়া উপজেলা বনাম নন্দীগ্রাম উপজেলা ফুটবল দলের অংশ গ্রহণে এই খেলায় প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। মাদক ও সন্ত্রাসকে না বলুন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলুন প্রতিপাদ্যের আলোকে বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদার রহমান মিলন, বগুড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মাসুম আলী বেগ, দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার সুমন জেহাদী, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুশরাত, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, আদমদীঘি উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, টুর্ণামেন্ট কমিটির সদস্য যথাক্রমে শফিকুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম স্বপন, আতিকুর রহমান আতিক, এমদাদুল হক রতœ, বগুড়া জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে জিল্লুর রহমান, নাহিদ সুলতানা তৃপ্তি, আব্দুল হক আবু, আব্দুস সালাম, শামিমুল হুদা খন্দকার, গোলাম মোস্তফা, এ ছাড়া রাশেদুল ইসলাম রাজা, সাজেদুল ইসলাম চাম্পা, নিসরুল হামিদ ফুতু, শাহিনুর রহমান মন্টি, খন্দকার নাজিমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় কোন পক্ষই গোল করতে না পারার কারণে পয়েন্ট দুই দলের মাঝে বন্টন করা হয়।