বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

রাঙ্গামাটিতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ

মোঃ আক্কাস রাঙ্গামাটি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

সারাদেশে বিএনপি কর্তৃক নৈরাজ্য সৃষ্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার প্রতিবাদ উল্লেখ করে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রাঙ্গামাটি আওয়ামীলীগ। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় গিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী, রাঙ্গামাটি সদও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা প্রমুখ। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশের উন্নয়ন করে যাচ্ছে। আমরা দেশের উন্নয়নকে গতিশীল করতে চাই, আর বিএনপি দেশকে ধংস করতে মেতে উঠেছে। বিএনপি মুখে শান্তিপূর্ণ কর্মসূচীর কথা বলে, রাজপথে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করছে। তাদের জনগনের উপর আস্থা নাই। নালিশ করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তিনি আরও বলেন, তারা পদযাত্রার নামে সারা দেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ নেতা-কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করছে। আর পদযাত্রার নামে লাঠিসোঠা নিয়ে সাধারণ জনগননের মনে ভয়ভীতি তৈরি করছে। দীপংকর তালুকদার এমপি বলেন, ইউরোপিয় ও আমেরিকার যে প্রতিনিধি দল বাংলাদেশ এসেছে, তারা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কথা বলেছেন। আমরাও সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। তারা যাদেরকে নালিশ করে ডেকে নিয়ে এসেছে তারাও সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কথাই বলেছে। তাদের কেউ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে নাই। এমনকি তত্ত্বাবধায়ক সরকারেরও কথা বলেন নি। তিনি আরও বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। দেশের প্রত্যেক নাগরিককে সংবিধান মানতে হবে। আমাদেরও সাফ কথা, সংবিধানের বাহিরে আমরা এক চুলও যাব না। এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই সরকারের অধীনেই নির্বাচন হবে। দীপংকর তালুকদার আরও বলেন, আওয়ামী লীগ মাঠে ঘাটে থাকা দল। রাজপথে নৈরাজ্য করলে এবার থেকে আর প্রতিবাদ নয়, প্রতিরোধ করা হবে। সমাবেশ জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com