শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজনীতিকদের মিলনমেলা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
হোটেল শেরাটনে গত রাতে আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে জামায়াত নেতা মতিউর রহমান আকন্দের শুভেচ্ছা বিনিময়

আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে গত রোববার ঢাকার বনানীর হোটেল শেরাটনে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের আমেরিকান দূতাবাস। ওই অনুষ্ঠানে আমেরিকান রাষ্ট্রদূত পিটার ডি হাসের আমন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মন্ত্রী-এমপি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারিমন চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ অংশ নেন। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সামরিক বেসামরিক ব্যক্তিরা, সরকারের কর্মকর্তাসহ কয়েকজন মন্ত্রী ও সাবেক মন্ত্রী, সাংবাদিক নেতা, আইনজীবী, শিক্ষাবিদ, লেখক, কলামিস্ট, চিকিৎসক, প্রকৌশলী ও সাবেক রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ নয়া দিগন্তকে বলেন, অনুষ্ঠানে আমেরিকান রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করেছি। এ ছাড়া বাংলাদেশের জনগণের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো দৃঢ় ও সমৃদ্ধ হোক এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘজীবী হোক- এ প্রত্যাশা ব্যক্ত করেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com