বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটেছে। সৈন্যরা প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে আটক করেছে, দেশব্যাপী কারফিউ জারি করেছে, সংবিধান বাতিল করেছে এবং সকল প্রতিষ্ঠান ও সীমান্ত বন্ধ করে দিয়েছে। গত বুধবার রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন যে নাইজারের প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ সরা হয়েছে। কর্নেল আমাদু আবদরামান প্রস্তুত করা একটি বিবৃতিতে জানান, ‘দেশের সীমান্তগুলো বন্ধ করা হয়েছে, দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে।’ টিভিতে তার ঘোষণা প্রদানের সময় আরো ৯ অফিসার তাকে ঘিরে ছিল।
তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মোহামেদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বিদেশী হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রেসিডেন্ট এবং তার পরিবার সদস্যদের প্রেসিডেন্ট প্রাসাদেই রাখা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে বুধবার সকালে নাইজারের প্রেসিডেন্ট স্বীকার করেন যে প্রেসিডেন্ট গার্ড বাহিনীর সদস্যরা প্রেসিডেন্ট বাজুমের বিরুদ্ধে দৃশ্যত অভ্যুত্থানচেষ্টা চালাচ্ছে। এই অভ্যুত্থানের নিন্দা করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেজ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। পশ্চিম আফ্রিকায় ইসলামপন্থী উগ্রবাদীদের দমনে বাজুম ছিলেন পাশ্চাত্যের অন্যতম মিত্র। সূত্র : বিবিসি ও আল জাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com