কর্ণফুলী নদীতে শখের বসে বড়শি ফেলে প্রায় ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ শিকার করলেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের (পিডিবি) কর্মচারী আলী হোসেন। গত মঙ্গলবার (১ আগস্ট) কাপ্তাই পিডিবি এলাকা সংলগ্ন কর্ণফুলী নদীর অংশে বড়শিতে মাছটি ধরা পড়ে। সেটি ২৩ হাজার টাকায় বাজারে বিক্রি করেন তিনি।
আলী হোসেনের মেয়ে আরফিনা আক্তার প্রমি বলেন, ‘আমার বাবা শখের বসে বড়শি দিয়ে কর্ণফুলী নদীতে মাছ শিকার করেন। এর আগেও তিনি নদীতে বড় বড় মাছ পেয়েছেন। প্রায় ৩০ কেজি ওজনের কোরাল মাছ নদীতে পাওয়ার রেকর্ড আছে আমার বাবার। এবার ২৩ কেজি ২০০ গ্রাম ওজনের কোরাল মাছটি ধরার খবর পেয়ে সেটি কিনতে কয়েকজন ক্রেতা ছুটে আসেন। পরে ২৩ হাজার টাকায় মাছটি বিক্রয় করা হয়।’ কাপ্তাই উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘কর্ণফুলী নদীতে ২৩ কেজি ওজনের কোরাল মাছ পাওয়া, আনন্দের খবর। এক সময় কলকারখানার বিষাক্ত বর্জ্য পদার্থে দূষিত হতো কর্ণফুলী নদী। যার ফলে মাছের প্রজনন কমে গিয়েছিল। বর্তমানে কর্ণফুলী নদী দূষণমুক্ত রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়ে সুফল পাওয়া যাচ্ছে। এতে আস্তে আস্তে কর্ণফুলী নদীতে মাছের প্রজনন বাড়বে এবং এর সুফল সবাই পাবে।’