পূর্ব সুন্দরবনের ডিমেরচরে ১১ হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এসময় ফাঁদে আটকে একটি মৃত হরিণ, বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ ও দুইটি ট্রলার জব্দ করা হয়েছে। আটক শিকারীদের বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা বুধবার (৯ আগস্ট) দিবাগত রাতে গোপন সূত্রে খবর পেয়ে কচিখালীর ডিমেরচরে অভিযান চালিয়ে দুইটি ট্রলার আটক করে। এ সময় ট্রলার আরোহীরা বনের মধ্যে পালাতে থাকে। বনরক্ষীরা তাদের ধাওয়া করে ১১ জন হরিণ শিকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের স্বীকারোক্তি মতে ডিমেরচরের বনে তল্লাশি করে হরিণ শিকারের জন্য পেতে রাখা ফাঁদে আটকে মৃত একটি চিত্রল হরিণ ও বিপুল পরিমাণ নাইলনের দড়ির ফাঁদ উদ্ধার করেন বনরক্ষীরা। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, আটক শিকারীদের বাড়ী পাথরঘাটার বিভিন্ন এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে বন? মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে তাদের বাগেরহাট চালান দেওয়া হবে।