টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎ সংযোগের খুটি ও তারের জন্য গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ভূঞাপুর বেসরকারি বৈদ্যুতিক শ্রমিক সমিতির সভাপতি ও স্থানীয় দালাল আবু রায়হান মিন্টুর বিরুদ্ধে। অভিযুক্ত আবু রায়হান মিন্টু উপজেলার ভারই গ্রামের গোলাম হোসেনের ছেলে। এলাকাবাসীরা জানান, ভূঞাপুর পৌরসভার বিরামদী এলাকার ট্রান্সফরমারের আওতায় ভারই উত্তরপাড়ায় একটি বিদ্যুৎ সংযোগ ছিল। আবু রায়হান মিন্টুর নেতৃত্বে তার ভাই মামুন, জামাল, আশরাফ নুরুল ইসলামসহ আরো কয়েকজন নতুন তার ও খুটির জন্য সংযোগ প্রতি ২ হাজার ৫শ থেকে ৬ হাজার টাকা আদায় করে। ৩শ পরিবার থেকে গড়ে ২ হাজার ৫শ টাকা করে আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়। তিন বছর পার হলেও আজও মেলেনি নতুন খুটি ও তার। তাদের বার বার তাগিদ দিলে এক পর্যায় টাকা নেয়ার বিষয়টি তারা অস্বীকার করে। ভুক্তভোগী আরিফুল ইসলাম, আনিছুর রহমান, রজব আলী ও মাজেদা বেগম জানান, তিন বছর আগে আমরা মিন্টুর কাছে টাকা দিয়েছি। এখন পর্যন্ত খুটি ও তার কোনটাই পাই নাই। অথচ তাদের প্রত্যেকের সেচপাম্পে নতুন তার ও খুটি দিয়ে সংযোগ নিছে। এখন তারা টাকার নেয়ার কথা অস্বীকার করে। নুরুল ইসলাম, আশরাফ বলেন, আমরা বিদ্যুৎ সংযোগের জন্য নতুন তার ও নতুন খুঁটির টাকা উত্তোলন করে যে টাকা নিয়েছি সেটা সম্পূর্ণ মিন্টুর কাছে জমা দিয়েছি। এ বিষয়ে অভিযুক্ত আবু রায়হান মিন্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎ অফিস লেবারের কথা বলে টাকা নেয়। সেচপাম্প ও বাসা-বাড়ির সংযোগ কোনটাই টাকা ছাড়া যায় না। তবে তিনি টাকা নেয়ার কথা অস্বীকার করেন। ভূঞাপুর বিদ্যুৎ ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, নতুন তার ও খুঁটির জন্য কোন প্রকার টাকা নেয়ার সুযোগ নেই।