সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

বরিশালে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক লিফলেট বিতরণ

বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলের মত বরিশালেও ডেঙ্গু মশার বিস্তার প্রতিরোধ করার জন্য আমরা জনসচেতনতার লক্ষে যেখানে জন সমাগম হয়, এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে তাদের বাসা-বাড়িতে আমাদের সচেতনতা তথ্য পৌছে দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে নগরীর বিভিন্নস্থানে লিফলেট বিতরন করার মধ্য দিয়ে এই প্রচারনা কার্যক্রম গ্রহন করা হয়েছে। তিনি আরো বলেন নগরবাশি যেন তাদের নিজ নিজ ভাবে তাদের বসতবাড়ি সহ নিজস্ব এলাকাগুলো পরিস্কার পরিচ্ছন্নতা করে ডেঙ্গু মশা থেকে নিজেদের রক্ষা করেন। এছাড়া তিনি আরো বলেন যারা ডেঙ্গু আক্রমনে আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসার প্রয়োজনে জেলা প্রশাসক সর্বক্ষণ প্রস্তুত আছে। বুধবার (১৬ই,আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সেবা নিন, সুস্থ থাকুন ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার আহবান জানিয়ে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গণসচেতনতামূলক কার্যক্রম নগরের পথচারিদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করাকালিন সময়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন এডিসি জেনারেল, মোঃ সোহেল মারুফ,ডিপুটি কালেক্টরেক্ট মুহাম্মদ মহিন উদ্দিন, ম্যাজিস্ট্রেট রয়া এিপুরা, দেবজানিকর, ফাহিজা ইসরাত সহ জেলা প্রশাসন দপ্তরের বিভিন্ন সদস্য গণ। পরে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম পথচারিদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানিয়ে লিফলেট বিতরন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com