সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

নাবিক সাহিত্য সংস্কৃতি সংসদের “আল মাহমুদ পদক” প্রদান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

গত শনিবার বিকেলে নাবিক সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কবি আল মাহমুদ পদক প্রদান ও নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নাবিকের সভাপতি কবি তাসনীম মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি সরদার আব্বাস উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি, গবেষক ও সাংবাদিক ড. মাহবুব হাসান। তিনি বলেন- আল মাহমুদ আমাদের কালের শ্রেষ্ঠ কবি। তাকে নিয়ে যতো বেশি কাজ হবে ততো বাংলাদেশে ইতিহাস ঐতিহ্য প্রস্ফুটিত হবে। গ্রাম বাংলার চিত্র নগরবাসীর কাছে সম্মৃদ্ধ হবে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, সম্পাদক জাকির আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি মুজতাহিদ ফারুকী, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল, কবি আফসার নিজাম। অনুষ্ঠানে তিনজনকে “আল মাহমুদ পদক“ প্রদান করা হয়। তারা হলেন- মুহাম্মাদ নিযামউদ্দীন, সাঈদ আবুবকর, সাজ্জাদ বিপ্লব। পদক প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে তারা নাবিক সাহিত্য সংস্কৃতি সংসদ’র পক্ষ থেকে বাংলাদেশে সর্বপ্রথম “আল মাহমুদ পদক“ প্রদান রীতি চালু করার ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া আরোও বক্তব্য রাখেন কবি সালেহ মাহমুদ, প্রবন্ধকার ও সম্পাদক সীমান্ত আকরাম, আব্দুর রহমান মল্লিক। আল মাহমুদ নিবেদিত কবিতা পাঠ করেন— কবি রবিউল মাশরাফি, এস এম শাহনুর, মো: নুরুল হক, আবুল খায়ের নাঈমুদ্দিন, ডা: কবির ভূইয়া, তাজ ইসলাম, ওজকুরুনী সিদ্দিকী, মিলি হক, মরিয়াম রহমান, রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মুর্শিদ উল আলম, আলতাফ রানা, শাহজাহান মোহাম্মদ, সুমন রায়হান, আল আমীন, ওয়াহিদ আল হাসান, সাইফ সাদী, রাসেল রবি, জাফর সাদিক, মুজিবুর রহমান বকুল, শফিউল্লাহ আজাদ, ওমর ফারুক, জাহীদ আবেদীন, সাঈদ উসমান, আবুল হাসান জারজিস, শামস আলম প্রমুখ। -প্রেসবিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com