সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন

রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের জমকালো অভিষেক

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম :
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের জমকালো অভিষেক অনুষ্ঠান গত ২৬ আগষ্ট রাতে নগরীর রেডিসন ব্লু নামের একটি ৫ তারকা হোটেলের মেজবান হলরুমে অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের প্রেসিডেন্ট, শিপিং ব্যবসায়ী মো. জামাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জমকালো এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। ইভেন্ট চেয়ার ও সহসভাপতি মো. সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারী জেলা ৩২৮২ বাংলাদেশের গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান। এতে আরো বক্তব্য রাখেন, ডিস্ট্রিক্ট ফার্স লেডি পিপি সামিনা ইসলাম, পিডিজি এম এ আউয়াল, আব্দুল আহাদ, প্রফেসর মো. তৈয়ব চৌধুরী, ডিজিএন ডা. মঈনুল ইসলাম মাহমুদ, এসিসট্যান্ট গভর্নর প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, ডিস্ট্রিক্ট সেক্রেটারী মো. আকবর হোসেন, সাবেক জেলা সচিব পিপি মো. শাহজাহান, এডিশানাল এরিয়া ডিরেক্টর পিপি এমদাদুল আজিজ চৌধুরী, এডিশানাল ডিস্ট্রিক্ট সেক্রেটারী পিপি আজিজুল গণি চৌধুরী, ডেপুটি গভর্নর পিপি শহীদুল ইসলাম চৌধুরী, এসিসট্যান্ট গভর্নর ইঞ্জিনিয়ার এমজাদ হোসেন, সদ্য সাবেক সভাপতি আলমগীর পারভেজ, ভাইস প্রেসিডেন্ট সৈয়দা কামরুন নাহার, ক্লাব সেক্রেটারী মো. বেলাল, জয়েন্ট সেক্রেটারী ড. আয়েশা আফরিন, মিজানুর রহমান আপন, ইকরাম পাশা ও ফারিহা চৌধুরী। রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে প্রধান অতিথি এম এ মালেক বলেন, পৃথিবীর কল্যাণে কিছু ভালো কাজ করে যেতে হয়। পৃথিবীতে আমরা আসছি আবার চলে যাবো, তবে এসব ভাল কাজ গুলো আমাদের যুগযুগ ধরে বাচিয়ে রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান বলেন, রোটারী বিশ্বব্যাপী ১১৮ বছর যাবৎ মানব সেবায় যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অন্যদের জন্য অনুকরনীয়। রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং তাদের সার্বিক কর্মকান্ডের মাধ্যমে দ্রুত রোটারি জেলার মধ্যে এবং সমাজে বিশেষ অবস্থান তৈরি করেছে। ক্লাবের প্রেসিডেন্ট, ফটিকছড়ির সন্তান জামাল উদ্দিন সিকদার বলেন, গত ৫৫দিনে ৬৫ টি মানবকল্যান প্রজেক্ট বাস্তবায়ন করেছি আমরা। আগামীতে মানুষের কল্যানে আমরা রোটারিয়ানরা সর্বোচ্চটুক দেবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com