এবারের ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৩’ বিজয়ী হয়েছেন চণ্ডীগড়ের মেয়ে শ্বেতা শারদা। গত রোববার মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মে র এই ভারতীয় প্রতিনিধিকে। গতবারের বিজয়ী দিভিতা রায় বিজয়ের মুকুট পরিয়ে দেন শ্বেতাকে। দিল্লির মেয়ে সোনাল কুকরেজা ‘মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩’-এর খেতাব লাভ করেন। রানার আপ নির্বাচিত হয়েছেন কর্ণাটকের তৃষা শেঠি। ৭২তম মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করবেন শ্বেতা। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। শ্বেতা শারদার বয়স ২২ বছর। ১৬ বছর বয়সে স্বপ্নপূরণের জন্য মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি জমান তিনি। সিঙ্গেল মাদার হিসেবে শ্বেতাকে বড় করেছেন তার মা।
এদিকে ফাইনালের দিন শ্বেতার পরনে ছিল ডিজাইনার নিকিতা মাইসালকারের ডিজাইন করা গ্লিমারি থাই-স্লিট গাউন। বিজয়ী হিসেবে শ্বেতার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন। দিভিতা রাই তাকে যখন ক্রাউন পরান সেই সময় কেঁদে ফেলেন শ্বেতা। ১৬ বছর বয়সে স্বপ্নপূরণের জন্য মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি জমান তিনি। সিঙ্গেল মাদার হিসেবে শ্বেতাকে বড় করেছেন তার মা। শ্বেতার জীবনের সবচেয়ে প্রভাবশালী মানুষ তার মা। ২২ বছরের শ্বেতা ইতিমধ্যেই একাধিক রিয়েলিটি শো যেমন ডিআইডি, ডান্স ডিওয়ানে ও ডান্স প্লাস-এ অংশ নিয়ে ফেলেছেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি অসাধারণ ডান্সও করেন। ডান্সের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ঝলক দিখলাজা’-তে কোরিওগ্রাফার হিসেবেও ছিলেন শ্বেতা। ইনস্টাগ্রামে শ্বেতার ৪ লাখ অনুসারী। সোশ্যাল মিডিয়ায় শ্বেতা সেনসেশন তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। শ্বেতা সম্প্রতি গায়ক জুবিন নওটিয়াল ও তুলসী কুমারীর মিউজিক ভিডিও ‘মাস্ত আঁখে’-তে বলিউড অভিনেতা শান্তনু মাহেশ্বরীর সঙ্গেও কাজ করেছেন।