ফরিদপুরের নগরকান্দায় বর্তমানে ডাবের দাম আকাশচুম্বী। ক্রেতারা পরেছে বিপাকে। ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে হঠাৎ করেই ফরিদপুর জেলার বিভিন্ন হাট বাজারে লাফিয়ে বেড়েছে ডাবের দাম। ৫০ থেকে ৬০ টাকা দামে বিক্রি হওয়া ডাবগুলো বর্তমানে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা দরে। ভোক্তাদের অভিযোগ ডেঙ্গুর প্রকোপ বাড়ায় অসাধু ব্যবসায়ীরা ডাবের দাম বাড়িয়ে দিয়েছেন কয়েকগুণ। এদিকে ডাবের দাম নিয়ন্ত্রণে অভিযান চালানো হবে বলে বলছে প্রশাসন। দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে ফরিদপুরের নগরকান্দার বিভিন্ন হাট- বাজারে বেড়েছে খুচরা পর্যায়ে ডাবের দাম। খুচরা পর্যায়ে এক একটি ডাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা দামে। যা কিছুদিন আগেও বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা দামে। দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে ডাবের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের। এদিকে বিক্রেতারা বলছে চাহিদা অনুযায়ী জোগান না থাকায় বেশি দাম দিয়ে ডাব কিনতে হচ্ছে তাদের, এবং বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। তবে সাংবাদিকদের ক্যামেরা দেখে বেশিদামে ডাব বিক্রির বিষয়গুলো অস্বীকার করছেন বিক্রেতারা। এদিকে ডাবের দাম নিয়ন্ত্রণে আনতে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।