সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বাঙালি জাতিরই নয়, তিনি বিশ্বের সকল নিপীড়িত-শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায় ও মুক্তির অগ্রনায়ক

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

ফটিকছড়ি কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বাঙালি জাতিরই নয়, তিনি ছিলেন বিশ্বের সকল নিপীড়িত-শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায় ও মুক্তির অগ্রনায়ক। জাতির পিতার ঐন্দ্রজালিক নেতৃত্ব এবং সম্মোহনী ব্যক্তিত্ব সমগ্র জাতিকে একসূত্রে গ্রথিত করেছিল। যার ফলে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিকাশ ঘটেছে বাঙালি জাতিসত্তার। তিনি যখন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন কাজে আত্মনিয়োগ করেন, তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি তাকে পরিবারের বেশিরভাগ সদস্যসহ হত্যা করে। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া হয়। অবৈধ সামরিক সরকারগুলো পরবর্তীতে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধানকে ক্ষতবিক্ষত এবং স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী ও প্রতিক্রিয়াশীল শক্তিকে পুনর্বাসন করেছিল। জনগণকে ভাত ও ভোটের অধিকার থেকে বঞ্চিত এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। তিনি বলেন, ইতিহাসের এই জঘন্যতম হত্যাকা-ের যেন বিচার না হয় সেজন্য প্রণীত হয় দায়মুক্তির কালাকানুন-ইনডেমনিটি অর্ডিনেন্স। দীর্ঘ ২১ বছর পর জনগণের রায়ে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে এই কালাকানুন বাতিল করার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকা-ের বিচার কার্যক্রম শুরু করে। এ হত্যাকা-ের বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়। সংগঠনের সভাপতি ও কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান কাজী মো. দিদারুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ জাগির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর মোর্শেদ ফিরোজ, হাসিবুন সোহান চৌধুরী সাকিব, ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহীন হাবিব মাহমুদ সাজ্জাদ রাইসুল ইসলাম চৌধুরী এমিল মাসুদ পারভেজ, বোরহান উদ্দিন নাজিরহাট পৌরসভা যুবলীগের সভাপতি মোঃ হাসান, ফটিকছড়ি পৌরসভা যুবলীগের সভাপতি গোলাপ মাওলা, সাবেক কাউন্সিলর আবুল কাশেম, মেজবাউল আলম আশেক, আসাদুজ্জামান তানভীর প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com