সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

রায়পুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণভোজ

মনিরুজ্জামান (রায়পুরা) নরসিংদী :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

রায়পুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে মেথিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রায়পুরা পৌর আওয়ামীলীগের সহসভাপতি মোঃ হারুনুর রশিদ ভুঁইয়ার সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এডঃ এবিএম রিয়াজুল কবির কাউছার, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঈমান উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম করিম, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক একে মহিউদ্দিন, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি দিপু মাহমুদ, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এনায়েতুল্লাহ ভূঁইয়া, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মহসিন খন্দকার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান সরকার, এছাড়াও আরো বক্তব্য রাখেন মাইন উদ্দিন ভূঁইয়া, ইনসান আলী, মোরশেদ আলম, ইদ্রিস আলী, সাইফুল ইসলাম মেম্বার, খোকন খান, সোলাইমান শাহরিয়ার বাবুল প্রমুখ।
এসময় কেন্দ্রীয় নেতা কাউছার বলেন-আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রধানমন্ত্রীর সৈনিক হিসেবে কাজ করতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি সোনার বাংলা গড়তে যে স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেটা তিনি গড়ে যেতে পারেন নি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৭ কোটি মানুষের মৌলক চাহিদা পূরনে অন্য বস্ত্র বাসস্থান সংস্কার এবং সর্বোপরি বাংলাদেশকে শিক্ষা স্বাস্থ্যের পাশাপাশি একটি ডিজিটাল বাংলাদেশ রুপান্তর করতে পেরেছেন গণভোজে তিনি একথা বলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com