সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

মৌলভীবাজার সদর উপজেলার নতুন নির্বাহী অফিসার নাসরীন চৌধুরী

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

নাসরীন চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলার নতুন ইউএনও। ১০ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৫টায় বিদায়ী ইউএনও মোঃ শরীফ উদ্দিন তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এর আগে সদ্য বিদায়ী ইউএনও মোঃ শরীফ উদ্দিন তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদবৃন্দবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত ইউএনও নাসরীন চৌধুরী তার দায়িত্ব পালণে সকলের সহযোগিতা কামনা করেন। নবাগত ইউএনও নাসরিন চৌধুরী সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন ও আইসিটি সেল) হিসেবে সিলেট বিভাগের দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়। ২০২০ সালে তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালনকালে করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় করোনা মহামারী কর্মযোদ্ধার স্বীকৃতি পান। নাসরিন চৌধুরী বিসিএস’র ৩৪তম ব্যাচের একজন কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com