সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

গলাচিপায় স্থানীয় সরকার দিবসে উপজেলায় উন্নয়ন মেলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

বর্তমান সরকারের তৃণমূল পর্যায়ে, সরকারের সকল স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিভাগ, দপ্তর, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, বর্তমান আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড নিয়ে ১৭ই সেপ্টেম্বর থেকে ১৯ই সেপ্টেম্বর/২৩ তিন দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি নিয়ে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিরা সাঝ -সজ্জায় গলাচিপা উপজেলা প্রশাসন চত্বরে এক উন্নয়ন মেলার আয়োজন ও দিবসটি পালন করে। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি মিছিল বের করে। রেলি শেষে পরিষদের সম্মুখে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় দেশের তৃণমূল পর্যায়ে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবা, কৃষি, বিদ্যুৎ সহ শেখ হাসিনা সরকারের গরীব অসহায়দের জন্য উপহার গৃহনির্মাণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সকলের জন্য পেনশন স্কীম সুবিধা, বিষয়ে সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে, স্থানীয় সরকার, এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও রেলিতে নেতৃত্ব দেন উপজেলার সুযোগ্য জনপ্রিয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মু. শাহীন শাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুদ্দিন শানু ঢালী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, ওসির প্রতিনিধি এস আই রানা প্রমুখ। স্থানীয় সরকার দিবসে অনুষ্ঠানের মধ্যে পর্যালোচনা মূলক বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, গোলখালী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ নাসির উদ্দিন, প্যানেল মেয়র সুশীল কুমার বিশ্বাস প্রমুখ। উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও দপ্তর সমূহ নানাবিধ আকর্ষণীয় স্টল ও তথ্য চিত্রসহ তৃণমূল মানুষের সকল উন্নয়ন সেবার জন্য মানুষকে সচেতন করার জন্য নানা আয়োজন করে। এছাড়া সকলের জন্য আনন্দ ক্রীড়া, সাঁতার, হাঁস ধরা, হাডুডু খেলা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে উন্নয়ন মেলায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com