শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

ফের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিলো যুক্তরাষ্ট্র

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষার গুরুত্ব নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেনের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ওপর আবারও তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। নিউইয়র্কে স্থানীয় সময় গত সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উজরা জেয়া ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের মধ্যে আলোচনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) বিষয়টি ডেরেক শোলে নিজেই নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিজের একটি ছবি পোস্ট করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বিশেষ এই উপদেষ্টা লিখেছেনঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমরা অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আমাদের সহযোগিতা এবং মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা সফর করেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রভাবশালী কর্মকর্তা ডেরেক শোলে। ওই সফরে তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরেছিলেন।
আন্ডার সেক্রেটারি উজরা জেয়া: বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ওপর আবারও তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। নিউইয়র্কে স্থানীয় সময় গত সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উজরা জেয়া ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের মধ্যে আলোচনা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাংলাদেশ সময় মঙ্গলবার বিষয়টি নিয়ে উজরা জেয়া টুইট করেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
পোস্টে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা করতে ফের বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। এর আগে, চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশ সফর করেন উজরা জেয়া। সে সময় বহুল আলোচিত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুও তার সঙ্গে ছিলেন। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছিলেন মার্কিন আন্ডার সেক্রেটারি। তিনি এবং লু এমন একটি নির্বাচন দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন যাতে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com