‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন। গত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে সৈয়দ সালাহউদ্দিন জাকীর। এরপর তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সৈয়দ সালাহউদ্দিন জাকী ১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে ‘ঘুড্ডি’ সিনেমার কাহিনি লিখে শ্রেষ্ঠ সংলাপ রচযয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এরপর ২০২১ সালে একুশে পদক লাভ করেন। সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে। তারা দুজনেই কানাডায় থাকেন। জানা গেছে, সন্তানরা দেশে ফেরার পর তার দাফন সম্পন্ন হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মন্ত্রী বলেন, স্ক্রিপ্ট রাইটার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক জাকী তার কাজের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সৈয়দ সালাহউদ্দীন জাকী সোমবার রাতে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স ছিল ৭৭ বছর।