সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

সুশীল সমাজ বিনির্মাণে রাসুল (সাঃ) এর আদর্শকে অনুসরণ করতে হবে- ডাঃ মাহমুদুর রহমান

দেলোয়ার হোসেন রশিদী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

মহানবী (সাঃ) বিশ্ব মানবতার প্রতীক ও সত্য সুন্দরের বাণী বাহক। আদর্শ সমাজ বিনির্মাণে রাসুল (সাঃ) আদর্শকে অনুসরণ করে চলার আহবান জানিয়েছেন লোহাগাড়ার কৃতি সন্তান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, ট্রমা, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান। তিনি আরও বলেন, আদর্শ সমাজ বিনির্মানে রাসূলের (সাঃ) এর সিরাতকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। প্রিয় নবী মুহাম্মাদ (সাঃ) এর দেখানো মানবীয় মূল্যবোধের প্রতি আমাদের নজর রাখতে হবে। তাকে মানার মাধ্যমেই কেবল মানবতা সঠিক পথে পরিচালিত হবে। আজ সমাজে যেভাবে অন্যায় চলছে তা বন্ধ করতে হলে অবশ্যই নবী (সাঃ) এর দেখানো আদর্শ মত কাজ করতে হবে। আজকে সমাজে যেভাবে অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে। অশ্লীলতা বন্ধে আমাদের প্রিয় নবী (সাঃ) এর দেখানো পথে ফিরে আসতে হবে। সুন্দর শান্তির জন্য আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কুরআন সুন্নাহ আলোকে নিজের জীবনকে গড়ে তুলতে হবে। সমাজের অন্যায়, অবিচার এসব থেকে পরিত্রাণ পেতে গেলে ঈমানকে মজবুত করতে হবে। ২৯ সেপ্টেম্বর রাতে লোহাগাড়া উপজেলার আধুনগর সূফি মিয়াজি পাড়া সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সূফি মিয়াজি পাড়া জামে মসজিদ মাঠে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সীরতুন্নবী (স.) উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ তকরিরগুলো তুলে ধরেন। আধুনগর সূফি মিয়াজি পাড়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি, আইআইইউসির শিক্ষক ড. মাওলানা হেলাল উদ্দিন মোঃ নোমানের সভাপতিত্বে মাহফিলে অতিথি ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন, মাওলানা ছলাহ উদ্দিন বেলাল। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজি নাছির উদ্দিন। এছাড়াও মাহফিলে তরুণ ওয়ায়েজ মাওলানা মুসা তুরাইন, সাবেক মেম্বার ডাঃ হায়াত খাঁনসহ আলেম-ওলামাগণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণসহ আধুনগর সূফি মিয়াজি পাড়ার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে উপস্থিত সকলের জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে তাবরুকের ব্যবস্থা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com