সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়ার শিবগঞ্জে আলু বীজ বিক্রেতাদের সিন্ডিকেট! কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে হস্তশিল্পের উপর প্রশিক্ষণ নিয়ে ভাগ্য বদলে গেছে নারী উদ্যোক্তা রাজিয়ার তারাকান্দায় শিক্ষার গুণগত মান নিশ্চিতে প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চকরিয়ায় সামাজিক বনায়ন উদ্ধারে মানববন্ধন ও র‌্যালি বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের ২০২৪ বিদায় উপলক্ষে সভা বীরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি সভাপতির মতবিনিময় সভা পাঁচবিবিতে কোয়েল পাখি পালনে হাসানের মাসে আয় লক্ষাধিক টাকা মোংলার মাটিতে কোন ফ্যাসিস্টদের ঠাঁই হবে না-সমন্বয়ক মোল্ল্যা রাহমাতুল্লাহ সিংড়ায় আমি মধ্যবিত্ত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন মুক্তির ডাক ৭১: নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

পরীক্ষার ফি দিতে না পারায় শিক্ষার্থীর আত্মহত্যা-প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

পটুয়াখালীর দশমিনায় মো. কাওসার নামে এক প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী গ্রামের এসএ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাবেক,বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ওই শিক্ষকের বিচারের দাবিতে প্রায় শতাধিক লোক উপস্থিত হয়ে ঘন্টব্যাপি মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, দশমিনা সদর ইউনিয়ন সেবক লীগের সম্পাদক গাজী সাইদুর রহমান,মো. সবুজ ও এসহাক প্রমুখ। মানববন্ধনে বক্তারা দাবি করেন, সোমবার উপজেলার এসএ মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণির টেষ্ট পরীক্ষা চলছিল। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওসার বিদ্যালয়ের প্রক্তন সহকারী শিক্ষক গোপাল চক্রবর্তীর ছেলে ১০ম শ্রেণির শিক্ষার্থী তন্ময় চক্রবর্তীসহ অন্যান্য শিক্ষার্থীদের তার অফিস কক্ষে পরীক্ষার ফিসের জন্য ঢেকে পাঠান। তন্ময় তক্রবর্তী অর্থাভাবে বিদ্যালয়ের ফিস দিতে না পারায় তাকে প্রধান শিক্ষক কাওসার বিভিন্ন কথার প্রসঙ্গ টেনে বকা দেন ও মারধর করেন এবং ঘটনার দিন তাকে তথ্য-যোগাযোগ পরীক্ষায় অংশ নিতে দেননি। পরে অপমান সইতে না পেরে লজ্জায় তন্ময় গ্যাট ট্যাবলেট পানে আত্মহত্যা করেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, এরআগেও একই শিক্ষাপ্রতিষ্ঠানে এক শিক্ষার্থী হত্যার ঘটনা ঘটে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা তদন্ত করে প্রধান শিক্ষককে বিচারের আওতায় আনার দাবি জানান। অভিযোগের বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওসারের মোবাইলে একাধিক বার ফোন করেও তা বন্ধ পাওয়া যায়। তবে, তিনি তার আগের এক বক্তব্য বলেন, তিনি ওই শিক্ষার্থীকে মারধর ও অপমান করেননি। তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com