সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়ার শিবগঞ্জে আলু বীজ বিক্রেতাদের সিন্ডিকেট! কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে হস্তশিল্পের উপর প্রশিক্ষণ নিয়ে ভাগ্য বদলে গেছে নারী উদ্যোক্তা রাজিয়ার তারাকান্দায় শিক্ষার গুণগত মান নিশ্চিতে প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চকরিয়ায় সামাজিক বনায়ন উদ্ধারে মানববন্ধন ও র‌্যালি বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের ২০২৪ বিদায় উপলক্ষে সভা বীরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি সভাপতির মতবিনিময় সভা পাঁচবিবিতে কোয়েল পাখি পালনে হাসানের মাসে আয় লক্ষাধিক টাকা মোংলার মাটিতে কোন ফ্যাসিস্টদের ঠাঁই হবে না-সমন্বয়ক মোল্ল্যা রাহমাতুল্লাহ সিংড়ায় আমি মধ্যবিত্ত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন মুক্তির ডাক ৭১: নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

আজ উত্তেজেনাকর ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

ক্রিকেটজ্বরে কাঁপছে ভারতের আহমেদাবাদ শহর। আজ শনিবার ১৪ অক্টোবর সেখানকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের মহারণে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ভক্তদের মাঝে উন্মাদনার কমতি নেই। ইতোমধ্যে গুজরাটের সব হোটেল শতভাগ বুকিং হয়ে গেছে; জায়গা না পেয়ে হাসপাতালগুলোতে ঠাঁই নিয়েছেন অনেকে! যাদের বেশিরভাগ চেক-আপ করার কথা বলে হাসপাতালের সিট ভাড়া নিচ্ছেন।
ক্রিকেটপ্রেমীদের কাছে আবেগের নাম ভারত-পাকিস্তান ম্যাচ। ১২ বছর পর দেশের মাটিতে বিশ্বকাপ। আর প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখন কি আর ধরে রাখা যায় ক্রিকেটপ্রেমীদের? বিশ্বকাপের সময়সূচী হাতে আসতেই একটি তারিখে লাল দাগ দিয়ে রেখেছিলেন ক্রিকেট প্রেমীরা। দিনটা ১৪ অক্টোবর। মহাযুদ্ধ বললে কম কিছু বলা হবে না এই দিনটিকে। কারণ এই দিনই বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, বাবর আজমদের বিরুদ্ধে যুদ্ধে নামবেন রোহিত শর্মা ব্রিগেড। গোটা দেশ জুড়ে তাই উত্তেজনার পারদ তুঙ্গে। ইতিমধ্য়েই দেশের নানা প্রান্ত থেকে আমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন ফ্যানেরা। টিকিটের হাহাকার চারিদিকে। কোথাও আবার রমরমিয়ে চলছে টিকিটের কালোবাজারি। এরই মাঝে ধরা পড়েছে এক অদ্ভুত চিত্র। ভারত-পাক ম্য়াচের জন্য হোটেলের ভাড়া কয়েকগুণ বেড়ে যাওয়ায় হাসপাতালে রাত কাটানোর হিড়িক বেড়েছে আমেদাবাদে। শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কড়া নির্দেশিকা প্রকাশ করতে বাধ্য় হয়েছেন। কী এমন পরিস্থিতি যে হাসপাতালে থাকতে চান ফ্য়ানেরা?
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, পশ্চিম ভারতের শহর আহমেদাবাদে ক্রিকেটীয় উত্তেজনার পারদ চরমে পৌঁছে গেছে। ভারত-পাকিস্তান ম্যাচের আগমুহূর্তে এক রাতের জন্য হাসপাতালে বুকিং দিচ্ছেন অসংখ্য মানুষ। কারণ হিসেবে তারা স্বাভাবিক চেক-আপের কথা উল্লেখ করছেন। স্থানীয় গণমাধ্যমকে চিকিৎসকরা জানিয়েছেন, কৌশলে বেশিরভাগ মানুষ চেক-আপ প্যাকেজ এবং তারসঙ্গে কম খরচে রাতে থাকার সুবিধা নিতে হাসপাতালগুলোকে বেছে নিচ্ছে। যেখানে হোটেলের সিটের ভাড়া ২০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আহমেদাবাদ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুষার প্যাটেল বলছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে আমরা বড় সংখ্যক মানুষদের দেখছি ভারত-পাকিস্তান ম্যাচের কাছাকাছি সময়ে হেলথ চেক-আপের সময় নির্ধারণ করেছে। একই সময়ে তারা হাসপাতালেও থাকতে চায়।’
তবে আহমেদাবাদ হাসপাতাল ও নার্সিং হোম অ্যাসোসিয়েশন এ ধরনের ব্যক্তিদের জায়গা দিতে অনুৎসাহিত করছে হাসপাতালগুলোকে। সংগঠনটির সভাপতি ভারত গাধাভি বলছেন, ‘আমাদের সদস্যদের বলে দিয়েছি যাতে এ ধরনের কোনো অনুরোধে কান না দেয়। হাসপাতাল সুস্থ (নন-প্যাশেন্ট) ব্যক্তিদের থাকার জায়গা নয়।’
পাক-ভারত ম্যাচে থাকবে ১১ হাজার নিরাপত্তাকর্মী: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান পাক-ভারত ম্যাচের আগে! এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, আগামীকাল শুক্রবার এক জোড়া বিশেষ ট্রেন মুম্বাই থেকে আহমেদাবাদের উদ্দেশে ছাড়া হবে। এর আগে মোদী স্টেডিয়ামে হওয়া উদ্বোধনী ম্যাচে বেশিরভাগ অংশই ফাঁকা ছিল গ্যালারির। তবে ভারত-পাকিস্তান ম্যাচে ‘হাউজফুল’ হওয়ারই সম্ভাবনা বেশি। এক লাখ ৩২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ভেন্যুটি বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামগুলোর একটি। ম্যাচটি সরাসরি দেখতে আজকের মধ্যে (বৃহস্পতিবার) ট্রেন দুটির টিকিট বুকিং করতে হবে। এরপর গতকাল শুক্রবার)রাত সাড়ে ৯টা এবং রাত ৪টায় চলেছে ট্রেন দুটি। যা যথাক্রমে আহমেদাবাদে পৌঁছাবে ভোর সাড়ে ৫টা এবং দুপুর সোয়া ১২টায়। ওইদিন স্থানীয় সময় দুপুর ২টায় ভারত-পাকিস্তানের ম্যাচটি শুরু হবে।ইতোমধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ সরাসরি দেখতে দেশটিতে উড়াল দিচ্ছেন পিসিবি সভাপতি জাকা আশরাফ। ভিসা জটিলতায় পাকিস্তানের ভক্ত ও সাংবাদিকরা এখনও ভারতে প্রবেশ করতে পারেননি। তবে এর ভেতরই জানা গেছে, পাকিস্তানের ২০-২৫টি মিডিয়াকে আহমেদাবাদে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com