চলমান ইসরায়েল-হামাস যুদ্ধকে মধ্যপ্রাচ্যের অর্থনীতির জন্য ‘ভূমিকম্প’ বলে আখ্যায়িত করেছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যপ্রাচ্য ও কেন্দ্রীয় এশিয়া শাখার প্রধান নির্বাহী জিহাদ আজৌর। তিনি বলেন, ‘বর্তমানে মধ্যপ্রাচ্যে যে সঙ্ঘাত চলছে, তার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ পূর্ণ না হতেই তেলের দাম পাঁচ ডলার বৃদ্ধি পেয়েছে। তেলের বাজার যে গতিতে পরিবর্তিত হচ্ছে, অন্যান্য পণ্য ও পরিষেবার ক্ষেত্রে তেমন ঘটছে না। তাই মধ্যপ্রাচ্যের অর্থনীতির জন্য এই ব্যাপারটি খুবই চ্যালেঞ্জিং- রীতিমতো একটা ভূমিকম্প। এটি বৈশ্বিক অর্থনীতির জন্যও সুখকর হবে না।’
গতকাল শুক্রবার মরক্কোর রাজধানী রাবাতে শুরু হওয়া আইএমএফ এশিয়া ও আফ্রিকা শাখার সম্মেলনের এক প্যানেল আলোচনায় আইএমএফের এই জ্যেষ্ঠ কর্মকর্তা তার অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে হতাশা প্রকাশ করে এসব কথা বলেন। জিহাদ আজৌ বলেন, তেলের দাম বৃদ্ধির পাশাপাশি বাড়ছে স্বর্ণের দামও; আর এই দুই পণ্যের মূল্যবৃদ্ধির ফলে আরও শক্তিশালী হচ্ছে ডলার। এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে বৈশ্বিক অর্থনীতিতে তার প্রভাব পড়া শুরু করবে।
উল্লেখ্য, গত ছয় দিনের যুদ্ধে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন দুই হাজার আট শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকের সংখ্যা এক হাজার তিন শতাধিক এবং গাজার ফিলিস্তিনিদের সংখ্যা এক হাজার ৫৩৭ জন। দুই অঞ্চলের সামরিক সদস্যদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক শিশু, নারী ও বেসামরিক লোকজনও রয়েছেন নিহতদের এ তালিকায়। সূত্র : আল-আরাবিয়া