সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করেছে গ্রামীণ ব্যাংক। এ উপলক্ষে ১৮ই অক্টোবর (বুধবার) ২০২৩, বিকাল ৩টায় গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়, মিরপুর-২, অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোসলেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ছাইদুজ্জামান ভূঞা ও জনাব নূর মোহাম্মদ।
জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর গ্রামীণ ব্যাংকের মিডিয়া সেলের উদ্যোগে শেখ রাসেলকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের আরোও আয়োজনের মধ্যে ছিলো, শেখ রাসেলকে নিয়ে গান ও কবিতা আবৃতি, গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ বলেন, দুরন্ত ও প্রাণবন্ত শিশু শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধু পরিবারের অতি আদরের। ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনি ঘাতক চক্র নির্মমভাবে শিশু রাসেলকে হত্যার মাধ্যমে, মানবসভ্যতার জঘন্যতম অপরাধ সংঘটিত করে। মানবিক চেতনা সম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকান্ডের শোককে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ। বেঁচে থাকলে আজ শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শেই অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতেন তা নিঃসন্দেহে বলা যায়।
ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোসলেহ উদ্দিন বলেন, ইতিহাস হয়ে বাঙালি জাতির মাঝে শেখ রাসেল বেঁচে থাকবে চিরকাল। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ আর অবহেলিত শিশু-কিশোরদের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিতকরণে কাজ করে যাব- শেখ রাসেল দিবসে এই আশাবাদ ব্যক্ত করছি।
অনুষ্ঠান শেষে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সকল সদস্যদের আত্মার মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।