রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ কেশবপুরে বিশ্ব শিশু দিবস পালন ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাড়ি নির্মাণের অভিযোগ ভালুকায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এক রাতে ৯ গরু চুরি ভুক্তভোগী খামারীদের আহাজারী কলমাকান্দায় দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন নেত্রকোণা পৌরসভার সড়কে খানাখন্দ দুর্ভোগে পথচারীরা ত্রিশালে শহীদ ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান লামায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

চট্টগ্রামে আন্তঃধর্মীয় সংলাপ; ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতির মিলন মেলা

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

“বিশ্বাসের অনুশাসনে শান্তিপূর্ণ সহাবস্থান” শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ সম্মিলনী “বিশ্বাসের অনুশাসনে শান্তিপূর্ণ সহাবস্থান” শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ সম্মিলনীতে ইসলাম, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের দুই শতাধিক সুধীজনের সমাবেশ ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়। ২০ অক্টোবর শুক্রবার নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংলাপ সম্মিলনীটি আয়োজন করেছে কাথলিক খ্রিস্টানদের ‘খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন। চট্টগ্রাম আর্চড়াইয়োসিসের সেক্রেটারি মি. মানিক উইলভার ডিকন্তা ও মাইজভা-ারী একাডেমি সদস্য ও তাজকিয়া প্রাক্তন সভাপতি আরেফিন রিয়াদের সঞ্চালনায় সম্মিলনীতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের প্রধান ধর্মগুরু ও সংলাপ কমিশনের চেয়ারম্যান আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি। এতে সম্মানিত অতিথি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন মোঃ আবু আহসান,জাতীয় এপিসকপাল খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সেক্রেটারি ফাদার প্যাট্রিক গমেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ্,রোগতত্ত্ববিদ ও মেডিকেল শিক্ষাবিদ ও ইউএসটিসি’র সাবেক উপাচার্য ড. প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. সুকান্ত ভট্টাচা?্য্য। এতে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর আয়োজক ম-লীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শুধু আমাদের দেশ নয়, গোটা পৃথিবীব্যাপী ধর্ম নিয়ে বাড়াবাড়ি, নিজের ধর্মকে বড় করার তাগাদা নয় বরং সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহাবস্থানের আলোকে উপস্থাপিত ‘বিশ্বাসের অনুশাসনে শান্তিপূর্ণ সহাবস্থান’কে অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হিসেবে নির্ধারণ করা অত্যন্ত যুগোপযোগী”। সভাপতি আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি তার বক্তব্যে বলেন, “ সকলে যেন নিজ নিজ ধর্মের বিশ্বাসকে সুদৃঢ? করে এবং সেই বিশ্বাস থেকে উৎসারিত শক্তিতে শক্তিমান হয়ে ধর্মীয়, আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক জীবন অনুশীলন করতে পারে এবং মহতী জীবন-সাধনায় ব্রতী হতে পারে সেজন্যে এই আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হয়েছে।” কাথলিক খ্রিস্টানদের চট্টগ্রাম আর্চডাইয়োসিস সম্মিলনীর আয়োজক হলেও একটি আন্তঃধর্মীয় কমিটি এই সম্মিলনী আয়োজনের দায?িত্ব পালন করেছেন। যার সদস্যবৃন্দ হলেন সমন্বয়কারী মি. এমরোজ গোমেজ, সদস্যবৃন্দ তানভীর হোসাইন, আরেফিন রিয়াদ, ডা. বরুন কুমার আচার্য (বলাই), মি. দিলীপ বড়ুয়া, মি. শ্যামল নন্দী, মি. ফ্লেভিয়ান ডি’কস্তা এবং মি. জুলিয়ান ডি কস্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com