অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেফতারের প্রতিবাদ
সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেফতারের প্রতিবাদে সুপ্রীম কোর্ট প্রাঙ্গন ও ঢাকা জজ কোর্টে বিক্ষোভ সভা’ অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেফতারের প্রতিবাদে ও দেশজুড়ে আইনজীবী বিশিষ্ট নাগরিকদের পুলিশি হয়রানি বন্ধে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১:৩০টায় সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাবেক সহকারী এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার সভাপতি গিয়াস উদ্দিন মিঠুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাবেক সেক্রেটারি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির ট্রেজারার এড. মো. ইউসুফ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট গোলাম রহমান ভুইয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট আব্দুল বাতেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট জালাল উদ্দীন ভূঁইয়া, এড. এ. কে. এম রেজাউল করিম, এডভোকেট আব্দুল করিম, এড. ইমরুল, এড. কায়েস রানা, এড. নূর নাবী উজ্জল, এড. রেজাউল ইসলাম, এডভোকেট পারভেজ হোসেনসহ শতাধিক আইনজীবী নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা পরিচালনা করেন সুপ্রীম কোর্টের আইনজীবী এড. তরিকুল ইসলাম।