সারাদেশে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
অবৈধ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত প্রহসনমূলক তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর পূর্ব, চট্টগ্রাম মহানগর দক্ষিণ, রংপুর মহানগর, সিলেট মহানগর, খুলনা মহানগর, নোয়াখালী জেলা, দিনাজপুর জেলা, ফরিদপুর জেলা শাখাসহ মোট ২২টি শাখা।
মিছিলোত্তর সমাবেশে শিবির নেতারা বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সার্বিক কর্মকা-ে প্রমাণ হয়েছে এ কমিশনের সাথে জনগণ বা জনগণের অধিকারের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের হুকুমের বাইরে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বা ইচ্ছা এ কমিশনের নেই। যা তফসিল ঘোষণার মাধ্যমে চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে।
অন্যদিকে, তফসিল ঘোষণা হওয়ার কথা ছিল উৎসবমুখর। কিন্তু তফসিল ঘোষণার আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী রণপ্রস্তুতি নিয়ে হিংস্র কায়দায় সারাদেশে অবস্থান নিয়েছে। সুতরাং যে নির্বাচন কমিশনের সাথে জনগণের ইচ্ছার প্রতিফলন নেই, সেই একদলীয় নির্বাচন কমিশনের গণবিরোধী তফসিল আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এই মেরুদ-হীন কমিশনের একমাত্র অ্যাজেন্ডাই হলো ভোট ডাকাতিতে সহায়তা করে স্বৈরাচারী সরকারকে অবৈধ পন্থায় ক্ষমতায় বসানো। যা তারা আগেও করেছে। ফলে অবৈধ সরকারের মতো এ কমিশনও জনধিকৃত ও জনগণ ধারা প্রত্যাখ্যাত। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বিরোধী দলগুলোর মতামতকে উপেক্ষা করে আওয়ামী নির্দেশিত তফসিল ঘোষণার পরিণতি শুভ হবে না। জনগণ ইতোমধ্যেই এ একদলীয় তফসিল প্রত্যাখ্যান করে রাজপথে নেমেছে। একদলীয় কমিশনের একদলীয় নির্বাচন জনগণ আর হতে দেবে না। অবিলম্বে এ তফসিল বাতিল করে সকল দলের ঐকমত্যের ভিত্তিতে নতুন তফসিল ঘোষণা করতে হবে।
অন্যথায় জনগণ তাদের অধিকার আদায়ের প্রশ্নে পিছু হটবে না। একতরফা প্রহসনের নির্বাচনের চেষ্টা করা হলে তখন যেকোনো পরিস্থিতির দায় অবৈধ সরকার এবং তার সেবাদাস নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি