বড়লেখার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিশু শিক্ষা একাডেমি’র তিন শিক্ষার্থী মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি লাভ করেছে। তারা হচ্ছে লাবিব আহমদ, শোভন সিংহ এবং মাইমুনা আক্তার সাবিরা। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সকলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানান। পরীক্ষায় বিয়ানীবাজার-বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্য থেকে ৫০ জন পরীক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে কসবা আদর্শ স:প্রা: বিদ্যালয়ের ছাত্র তাওসীফ আহমদ, ২য় স্থান অর্জন করে খাসা স:প্রা: বিদ্যালয়ের ছাত্রী আদ্রিতা বিনতে আহসান এবং ৩য় স্থান অধিকার করে আইডিয়াল কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মো. তাসনীমুল হাসান। উল্লেখ্য, এবার ৮ম বারের মতো আয়োজিত মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ গত ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার অন্যতম সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটি প্রতি বছর এর আয়োজন করে থাকে।