বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
সিলেটে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা তারাকান্দায় তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ কয়রার উত্তর বেদকাশীতে কৃযকদলের কৃষক সমাবেশ ঝিনাইগাতীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা কেশবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে শোকজ শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার শ্রেণি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে মতবিনিময় আধুনিক চাষাবাদে হারিয়ে যাচ্ছে আখ চাষ গঙ্গাচড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কমিটির দায়িত্ব গ্রহণ ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক

বৈদ্যুতিক গাড়ি আনলো শাওমি

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

বৈদ্যুতিক গাড়ির চাহিদার কথা মাথায় রেখে একের পর এক সংস্থা বৈদ্যুতিক গাড়ি আনছে বাজারে। এবার স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা শাওমি হাঁটছে এই পথে। প্রথম বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি। গাড়িটির নাম শাওমি এসইউ৭। শাওমি এসইউ৭ ইলেকট্রিক সেডানের আরডব্লিউডি ভার্সনের রিয়ার অ্যাক্সেলে একটি ইলেকট্রিক মোটর মাউন্ট করা রয়েছে। এই আরডব্লিউডি ভার্সনটি যেখানে ২৯৫ বিএইচপি প্রোডিউস করতে পারে, ঠিক সেখানে অল-হুইল ড্রাইভটি ৬৬৩ বিএইচপি প্রোডিউস করতে সক্ষম। এডব্লিউডি বা অল-হুইল ড্রাইভট্রেইনটিতে রয়েছে একটি ২৯৫ বিএইচপি ইলেকট্রিক মোটর, যা ফ্রন্ট অ্যাক্সেলে মাউন্ট করা হয়েছে। আবার রিয়ার অ্যাক্সেলে রয়েছে ৩৬৮ বিএইচপি ইলেকট্রিক মোটর।
একটি লোয়ার ট্রিমও রয়েছে শাওমি এসইউ৭ ইলেকট্রিক এসইউভিটির, যার ব্যাটারি প্যাকগুলোর সোর্স হলো বিওয়াইডি। এটি একটি এলএফপি ইউনিট হতে চলেছে। ব্যাটারির ওজনের জন্য শাওমির ইলেকট্রিক গাড়িগুলো অনেকটাই ভারী হচ্ছে। শাওমি এসইউ৭-এর কার্ভ ওয়েট ১,৯৮০ কেজি, টপ-এন্ড ট্রিমের ওজন ২,২০৫ কেজি। লোয়ার ভ্যারিয়েন্টটির সর্বাধিক স্পিড হলো ২১০ কিলোমিটার পার আওয়ার এবং হাইয়ার ভ্যারিয়েন্টটির টপ স্পিড ২৬৫ কিলোমিটার পার আওয়ার।
এই ইলেকট্রিক সেডান আপাতত শুধু চীনের বাজারেই নিয়ে আসা হয়েছে। শাওমি তাদের এই ইলেকট্রিক সেডানের দুটি ভার্সনের লুক প্রকাশ করেছে-একটি লিডার সহযোগে এবং অপরটি লিডার ছাড়া। দুটি পাওয়ারট্রেইন অপশন থাকছে গাড়িটির – আরডব্লিউডি এবং এডব্লিউডি। মোট তিনটি ভ্যারিয়েন্টে বিক্রয় করা হবে ই-সেডানটি। সেগুলো হলো এসইউ৭, এসইউ৭ প্রো এবং এসইউ৭ ম্যাক্স। -সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com