মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবপ্রতিষ্ঠিত হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার শ্রেণি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে অভিভাবক ও শুভাকাঙ্খীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের কালিঘাট রোডের জহুরা কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ক্যাম্পাসে এই সভার আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক ও সাংবাদিক প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সাদিকুর রহমান ও আলী আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী, বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা রবিউল ইসলাম আল আমিন এবং স্থানীয় ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে এহসান বিন মুজাহির বলেন, নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার কোনো বিকল্প নেই। এই মাদ্রাসায় কুরআন ও হাদিস শিক্ষার পাশাপাশি বাংলা, অংক, ইংরেজি, সাধারণ জ্ঞান, কম্পিউটারসহ জেনারেল শিক্ষার সমন্বয় থাকবে, যা শিশুদের জন্য একটি আধুনিক শিক্ষার ভিত্তি তৈরি করবে। সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহিন আহমদ মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে বলেন, এটি শুধু ইসলামী জ্ঞান চর্চার ক্ষেত্র নয়, বরং ইসলামি জীবনব্যবস্থা গঠনে একটি অনন্য প্রতিষ্ঠান হবে। পাশাপাশি দ্বীনি শিক্ষার সঙ্গে জাগতিক শিক্ষার সমন্বয়ে এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন আব্দুল জব্বার কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা রজব আলী। মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা একত্রে এই নতুন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। সভায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্খীদের সরব উপস্থিতি ছিল।