সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই সজিব মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ভূয়া পুলিশ পরিচয়কারী একজনকে গ্রেফতার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ভূয়া পুলিশ পরিচয়কারী জগন্নাথপুর পৌর এলাকার বাসুদেব বাড়ির মৃত বীরেন্দ্র বৈদ্যর ছেলে বিশ্ব বৈদ্য(৪৩)। জানাযায়, ড্রাইভার বিল্লাল হোসেন দিরাই থেকে একটি পিকআপে মুরগীর খাবার ও হাস মুরগির ডিম ভর্তি মালামাল নিয়ে মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৪ টার দিকে জগন্নাথপুরে পৌছা মাত্র পুলিশ পরিচয়কারী বিশ্ব বৈদ্য সহ ২ জন একটি মোটরসাইকেল নিয়ে তাদের পিছনে ধাওয়া করে এক পর্যায়ে উপজেলার রানীগঞ্জ টোল প্লাজা এলাকায় গাড়িটি গতিরোধ করে। ঐ সময় বিশ্ব বৈদ্য তাদেরকে পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি কেন থামায়নি বলে তাদেরকে মারধোর শুরু করে। এসময় তাদের চিৎকারে টোল প্লাজা এলাকায় থাকা আনসার তাদেরকে আটক করে। পরে ৯৯৯ ফোন দিয়ে জগন্নাথপুর থানা পুলিশকে জানানো হলে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে আটককৃত ভূয়া পুলিশ বিশ্ব বৈদ্যকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা রুজু হয়েছে। মামলা নং ১। বুধবার (৬ ডিসেম্বর) গ্রেফতারকৃত আসামী ভূয়া পুলিশ পরিচয়কারী বিশ্ব বৈদ্যকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।