বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::

কাপাসিয়ায় নবাগত ইউএনও’র যোগদান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কাপাসিয়ায় নবাগত ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকী যোগদান করেছেন। তিনি বিদায়ী ইউএনও একেএম গোলাম মোর্শেদ খাঁনের স্থলাভিষিক্ত হলেন। গত ১০ ডিসেম্বর রবিবার বিকেলে প্রথম কর্মদিবসের মধ্যদিয়ে তিনি অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেন। নবাগত ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকী ৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পূর্বে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, সহকারী কমিশনার ভুমি রিফাত নূর মৌসুমী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুবকর মিয়া,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগন ও উপজেলা-ইউনিয়ন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গরা ফুলেল শুভেচ্ছা জানান এ কর্মকর্তাকে। ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে উপজেলায় যোগদান করেছি। সরকারি সম্পদ রক্ষা ও সরকারি নিয়ম মেনে চলাই আমার একমাত্র কাজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com