রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
চট্টগ্রামের সীতাকুন্ডে বিভিন্ন পূজা মন্ডবে আর্থিক অনুদান জামালপুরে সিডসের উদ্যোগে দুর্নীতিবিরোধী প্রশিক্ষণ দর্পন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় উৎসবের আনুষ্ঠানিকতা শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জাকের পার্টি আ’লীগের মত আচার-আচরণ করলে শায়েস্তা করা হবে-সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ডোমারে পূজা মন্ডপ পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ফটিকছড়িতে মসজিদের নামে চাঁদা এনে সেই টাকা আত্মসারে অভিযোগ কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভালুকায় শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা রাজবাড়ীতে বিএনপির উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন নিকটস্থ খাদে মিলল বস্তাবন্দি লাশ

গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ

রিপন আনসারী গাজীপুর ব্যুরো চীফ
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন ৭ জানুয়ারী। ইতোমধ্যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ। ১৮ তারিখ প্রতীক বরাদ্দ শেষে শুরু হবে প্রচার প্রচারণা। গাজীপুর-২ আসনে মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে গাজীপুর মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি ভোটের মাঠে রয়েছেন, সৌজন্য সাক্ষাত করছেন ভোটারদের সাথে। গাজীপুর-২ আসনে নৌকা প্রতীক পেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি প্রায় বিশ বছর ধরে এই আসনের এমপি। আওয়ামীলীগের দুই জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তারা হলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও গাজীপুর মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম। অনুসন্ধানে জানা যায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত করছেন। অনেকে সভা সমাবেশও করছেন। রাত-দিন প্রার্থীরা দৌড়াচ্ছেন ভোটারদের ঘরে ঘরে। জাহিদ আহসান রাসেলের এটা ৫ম নির্বাচন। আলিম উদ্দিন বুদ্দিন ২০০৯ সালে উপজেলা নির্বাচন করেছিলেন। সাইফুল ইসলাম এবারই প্রথম নির্বাচন করছেন। গাজীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী সাইফুল ইসলাম ১৯৭৯ সালে টঙ্গী কাঁঠালদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আলহাজ¦ মো: ওয়াজ উদ্দিন মিয়া, মাতা মোসা: তারা বানু বিবি। সাইফুল ইসলাম ১৯৯৪ সালে টঙ্গী অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি, টঙ্গী সরকারী বিশ^ বিদ্যালয় কলেজ থেকে ১৯৯৬ সালে এইচএসসি ও পরে জাতীয় বিশ^বিদ্যালয় থেকে ¯œাতক পাশ করেন। বর্তমানে তিনি একটি বেসরকারী বিশ^বিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নরত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী সাইফুল ইসলাম শিক্ষাজীবনের শুরুতেই ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৯৫ সালে টঙ্গী সরকারী বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের ম্যাগাজিন বিষয়ক সম্পাদক, ১৯৯৭ সালে সাংগঠনিক সম্পাদক ও ২০০০ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তি সময় তিনি টঙ্গী সরকারী বিশ^বিদ্যালয় কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের মনোনীত ভিপি হিসেবে বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেন। ২০০১ সালে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও একই বছর তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় সংসদের সদস্য মনোনীত হন। পরবর্তি সময় ২০১২ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য হন তিনি। ২০১৫ সালে সাইফুল ইসলাম গাজীপুর মহানগর যুবলীগের এক নম্বর সিনিয়র যুগ্ম আহবায়ক নির্বাচিত হন। বর্তমানে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নে লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছেন। গাজীপুর-২ আসেনর এমপি প্রার্থী সাইফুল ইসলাম বলেন, দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনেই আমি প্রার্থী হয়েছি। এমপি নির্বাচিত হলে বাংলাদেশ আওয়ামীলীগের সকল নির্দেশনার সফল বাস্তবায়ক করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কাজ একজন কর্মী হিসেবে সফলভাবে সম্পন্ন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com