বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা নিহত-১ আহত-১১

এ কে এম রিপন আনসারী গাজীপুর :
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এসময় রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টা ২০মিনিটে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনের বনখড়িয়া এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে এ ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় একজন নিহত ও দুই জন রেলকর্মচারী সহ ১১ জন আহত হয়। নিহত যাত্রীর লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়। আহতদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় ও চারজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যাত্রী আসলাম শেখ(৩৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রৌহা গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে। নিহতের ভাই মোকছেদুল বলেন, নিহত আসলাম একজন কাঁচামাল ব্যবসায়ী। তিনি কাঁচামাল নিয়ে ঢাকায় যাওয়ার জন্য গফরগাঁও স্টেশন থেকে মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠেছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ আবু ফজল জানান, এ ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এরমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে চার জন ও সাত জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জালাল উদ্দীনের ছেলে রফিকুল মোল্লা(৩৫), সফিক মিয়ার স্ত্রী জামিনা খাতুন(৩৫), কুমিল্লার জসিম উদ্দিনের স্ত্রী সুরভী আক্তার(১৮), নেত্রকোনার গৌতম সাহার স্ত্রী রুপালি সাহা(৪০), মনির উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন(৪০) জসিম উদ্দিনের স্ত্রী রওশন আরা(৩০), নিজাম উদ্দিনের ছেলে জলিল(৩৮), লালু মিয়ার ছেলে সুমন(২৫) ও গনু মিয়ার ছেলে রফিকুল(৩৫)। আহত অপর দুই জন হলেন, ট্রেনের লোকো মাস্টার ময়মনসিংহের ইসমাইলের ছেলে এমদাদ হোসেন ও সহকারী লোকো মাস্টার নেত্রকোনার কুদ্দুস মিয়ার ছেলে সবুজ। তার মধ্যে হাসপাতালে ভর্তি ৪ জন হলেন, রফিকুল, জামিনা, সোরভী ও রুপালী সাহা। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতের কোনো এক সময় বনখড়িয়া এলাকায় গ্যাসকাটার দিয়ে রেললাইন কেটে ফেলে দুর্বৃত্তরা। এ সময় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। কিছুদূর যাওয়ার পরপরই ট্রেনটি বনখড়িয়া এলাকায় পৌঁছলে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এঘটনায় ট্রেনের এক যাত্রী মারা যান। এরপর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে বনখড়িয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের ইঞ্জিনসহ সাত বগি লাইনচ্যুতির ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিকেই আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জেলা প্রশাসনের পাঁচ সদস্যের কমিটিতে প্রধান করা হয়েছে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে। আর বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিত শাওন কবিরকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে ঘটনাটি নাশকতা। এরপর এর সঠিক কারণ অনুসন্ধানে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’ গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ২০ ফুট অংশ কেটে ফেলেছে। ঘন কুয়াশার কারণে ট্রেনের গতি কম ছিল। না হলে হতাহত অনেক বেশি হতো। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের আঁধারে গ্যাস কাটার দিয়ে রেললাইনের ওই অংশ কেটে রেখেছিল। সকাল ৯টার দিকে ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে উদ্ধারকাজ শুরু করে। টঙ্গী থেকে ভৈরব হয়ে ময়মনসিংহে চলছে ট্রেন ঢাকা-ময়মনসিংহ রেল রুটের গাজীপুরের বনখুরিয়ায় ট্রেন দূর্ঘটনার কারণে বন্ধ হওয়া রেলরুট বিকল্প পথে চালু হয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহ রুট চলাচলকারী সকল ট্রেন ঢাকা-টঙ্গী হয়ে ভৈরব দিয়ে ময়মনসিংহে যাতায়াত করছে। বিকল্প পথে চলা ট্রেনগুলো হল, আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, ব্রম্মপুত্র এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, বলাকা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার ও মহুয়া এক্সপ্রেস। টঙ্গী রেলওয়ে জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ঢাকা-ময়মনসিংহ রুটের সকল ট্রেন ঢাকা থেকে টঙ্গী হয়ে কিশোরগঞ্জের ভৈরব দিয়ে ময়মনসিংহে যাতায়াত করছে। দূর্ঘটনার কয়েক ঘন্টা পর থেকে বিকল্প পথে ট্রেন চলছে। জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, এই রুটের ট্রেন ঢাকা থেকে টঙ্গী হয়ে ভৈরব দিয়ে ময়মনসিংহে যাতায়াত করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com