বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

কালীগঞ্জে প্রশাসনের অভিযানে সড়কে ফিরেছে প্রাণ!

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে অবৈধ দখলদারদের কারণে লেগে থাকা যানজট ছিল স্থানীয় নিত্য দিনের সঙ্গী। সরকারী বিধি নিষেধ থাকা সত্বেও অবৈধ দখলদররা তা অগ্রাহ্য করে চালিয়ে যাচ্ছিল তাদের ব্যবসা-বাণিজ্য। অপরদিকে পৌরসভার পুরাতন ব্যাংকের মোড় এলাকার তিন রাস্তার উপর বিদ্যুতের খুঁটি এবং তার পাশে অবৈধ স্থাপনা। সব মিলিয়ে হজবরল এক অবস্থা বিরাজ করছিল শহরের প্রধান সড়কটিতে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তা উচ্ছেদ করা হয়। এতে করে প্রধান ওই সড়কটি প্রসস্থ হয়েছে, ফিরেছে প্রাণ। কিছুটা হলেও কমেছে আগের চেয়ে যানজট। কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, যখন তাদের মালামাল আসে তখন বাস স্ট্যান্ডের উপরে ট্রাক বা পিকআপ ভ্যান এসে থামে। কিন্তু স্ট্যান্ডে অবৈধ দখলদারদের কারণে সেখানে মালামাল নামানো এবং বহন করা যেতো না। এদের উচ্ছেদে বাজারের ব্যবসায়ীরা এখন স্বস্তিতে মালামাল উঠানামা করাতে পারবেন বলেও জানান তারা। ব্যবসায়ীরা আরো জানান, তারা বাজারে বহুদিন ধরেই ব্যবসা করছেন। কিন্তু এখানে অবৈধ দখলদারদের কারণে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছিলেন। কারণ ক্রেতারা চাইলেও এদের কারণে ঠিক মত বাজারের রিকসা নিয়ে ভিতরে আসতে পারতো না। রিকসা নিয়ে আসতে না পারায় ক্রেতারা অন্যত্র চলে যেত। তবে এমন প্রশাসনের অভিযানে কিছু হলেও কালীগঞ্জের প্রধান সড়ক ও বাসস্ট্যান্ডে প্রাণ ফিরেছে। কর্মজীবি পথচারীরা জানান, প্রতিদিন তারা বিভিন্ন কাজে কালীগঞ্জ আসেন। তবে আসার পথে পুরাতন ব্যাংকের মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত যানজটের কারণে প্রতিদিনই কর্মস্থলে যেতে দেরি হতো। এখন সড়কের উপরে থাকা বিদুুতের খুঁটিটি স্থানান্তর করার কারণে সড়কটি আগের চেয়ে প্রশস্থ হয়েছে। যে কারণে আগের মত খুব একটা যানজট নেই। এমন কাজে স্থানীয় প্রশাসনকে সাধুবাদ জানান তারা। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, আমি এখানে যোগদানের পর থেকেই লক্ষ্য করেছি এই সড়কটিতে অত্যাধিক মাত্রায় যানজট। আমি সড়ক ও বাসস্ট্যান্ডে একাধিকবার পরিদর্শন করে সমস্যা সনাক্ত করেছি। কিছু বিষয় সনাক্ত করি। পরে যানজট নিরসনে অভিযান পরিচালনা করে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ ও একটি বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করা হয়। এখন পরিবেশ আগের চেয়ে অনেকটাই ভাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com