বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

প্রায় ৫ মাসে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ১০৪০ মামলা, আসামি ৯৩২৪৩

ইকবাল হোসেন:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

প্রায় ৫ মাসে ১০৪০ মামলায় বিএনপির ৯৩ হাজার ২৪৩ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
রিজভী বলেন, চলতি বছরের ২৮ ও ২৯ জুলাই থেকে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১ হাজার ৪০টির অধিক মামলায় ৯৩ হাজার ২৪৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ২৫ হাজার ১৩১ জন বিরোধীদলের গ্রেফতার ও ৯ হাজার ১৪৪ জনের অধিক নেতা-কর্মী আহত হয়েছেন। একজন সাংবাদিকসহ ২২ জন জানান তিনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান রিজভী। এছাড়াও রাজধানীর কোতয়ালী, গুলশান ও কদমতলী থানার ৩টি মামলায় মোট ২৮ জন বিএনপি নেতা-কর্মীকে ফরমায়েশি রায়ে সাজা প্রদান করেছে আদালত এমন অভিযোগ করে তিনি বলেন, কোতয়ালী থানা বিএনপি নেতা আবু তাহের, পারভেজ আলম, রজব আলী পিন্টু, সাখাওয়াত হোসেন, রিয়াজ আহমেদ রিয়াজ ও ইমরান হোসেনসহ মোট ৯ জন নেতা-কর্মীকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এই মুখপাত্র।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com