সম্ভাবনা জাগিয়েও ৩০০ রান করতে পারল না বাংলাদেশ। নেলসনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ২৯১ রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। মূলত সৌম্য সরকার বিদায় নিতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। শেষ হওয়ারে ৩ উইকেট এবং শেষ দুই বলে দুই উইকেট হারিয়ে এক বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। তবে যতটুকু হয়েছে, সেটাও খারাপ নয়।
বাংলাদেশের হয়ে লড়েছেন সৌম্য সরকার। তার ১৬৯ রান দলকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে গেছে। তার ১৫১ বলে ২২টি চার আর ২টি ছক্কার ইনিংস দলকে আত্মবিশ্বাস এনে দিয়েছে। বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে সবসময়ই আস্থা রাখেন সৌম্য সরকারের ওপর। প্রথম ম্যাচে তিনি আস্থার প্রতিদান দিতে না পারলেও আজ বুধবার তিনি দারুণ করেছেন। কোচের মান রেখে নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পেলেন শতকের দেখা। কিউই কন্ডিশনে সৌম্য ভালো করেন, এই যুক্তিতে দলে নেয়া হয়েছিল, প্রতিদান দিলেন সেই কথারও। ১১৬ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ওপেনিংয়ে নামা এই ব্যাটার। সৌম্য ছাড়া আর বলার মতো রান করেছেন মুশফিকুর রহীম। তিনি করেছেন ৪৫ রান। এছাড়া মিরাজ করেছেন ১৯ রান। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং উইলিয়াম ও রক ৩টি করে উইকেট নিয়েছেন। টসে হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। খেলা শুরু হয়েছে ভোর ৪টায়। সিরিজের প্রথম ম্যাচে হেরে বিপদে থাকা বাংলাদেশ ফিরতে চায় সমতায়।
প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্স করা রিশাদ হোসেনকে একাদশে এনেছেন হাথুরুসিংহে। প্রথমবারের মতো লাল সবুজের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি৷ একই সাথে একাদশে ফিরেছেন তানজিম সাকিব। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।