বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::

টাঙ্গাইলে ভারতীয় কোম্পানীর ওয়ার হাউসে ডাকাতি আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

শামসাদুল আখতার শামীম( স্টাফ রিপোর্টার) টাঙ্গাইল
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

টাঙ্গাইলে ভারতীয় মালিকানাধীন কোম্পানী একটি ওয়ার হাউসে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো, চাঁদপুরের পুরান বাজার এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে সাইফুল ইসলাম(৩৫), জামালপুরের পোড়াভিটা গ্রামের স্বজলের ছেলে ফরহাদ ওরফে ফারুক(৩৩) এবং ময়মনসিংহের বালিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া(২৭)। এ সময় লুষ্ঠিত ৩ হাজার ৯১৩ কেজি এ্যালুমিনিয়ামের বৈদ্যুতিক তারসহ কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার ও বুধবার গাজীপুর জেলার বাইমাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সংবাদ সম্মেলন এ তথ্য জানান। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, গত ১২ ডিসেম্বর মধ্যে রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার বিক্রমহাটিতে ভারতীয় মালিকানাধীন কোম্পানীর একটি ওয়ার হাউসে ১২শ’ মিটারের বৈদ্যুতিক তার, মোবাইল ও সিসি ক্যামেরা ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাইফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে ও অপর ২ জনের বিরুদ্ধে ১০ দিনের রিমা- চেয়ে আদালতে প্রেরণ করা হবে পুলিশ সুপার জানান। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com