এ বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘অন্তর্জাল’ সিনেমা। দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা এটি। এ সিনেমাটি পরিচালনা করছেন দীপংকর দীপন। গতকাল ২১ ডিসেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম টফিতে ফ্রি দেখা যাবে সিনেমাটি।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সিয়াম, মিম, সুনেরাহ। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন, রওনক হাসান, কিটো ভাই প্রমুখ।
টফির ফেসবুক পোস্টে জানানো হয়েছে, শুধু আপনার জন্য। আগামীকাল ২১ ডিসেম্বর ‘অন্তর্জাল’ রিলিজ হচ্ছে টফি-তে। আর এই স্পেশাল অনলাইন প্রিমিয়ারে আপনিও আমন্ত্রিত। আজই টফি অ্যাপ ডাউনলোড করুন এবং প্রিয়জনদের নিয়ে উপভোগ করুন বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’, যেকোনো নেটওয়ার্ক থেকে একদম ফ্রি-তে। ‘অন্তর্জাল’ সিনেমার গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।