চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্ব সুয়াবিল বারমাসিয়া নোয়াপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা দুবাই প্রবাসী মো. আইয়ুব ও আলী আকবরের স্বজনরা জীবন নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবী করে ২৩ ডিসেম্বর (শনিবার) দুপুরে ফটিকছড়ি সদরে এক সংবাদ সম্মেলন করেন। দুই প্রবাসীর বড় বোন আনোয়ারা সুলতানা পাখি আকতার অভিযোগ করেন, পাশ্ববর্তী প্রতিবেশি আলী আহমদ টুনু গং তাদের পিতার ক্রয়কৃত সম্পত্তি সাঙ্গপাঙ্গ দিয়ে জবর দখলের চেষ্টা করছেন। এছাড়াও তাদের ক্রয়কৃত জায়গাকে খাস দাবী করলেও তার কোন প্রমানাধী দেখাতে পারেননি তিনি। এ সময় কেয়ারটেকার হিসাবে থাকতে দেয়া ঘরে নিজেরাই আগুন লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সত্যতা স্বীকার করেন স্থানীয় সমাজপতি আবুল কালাম। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় ইউ পি চেয়ারম্যানের টেবিলে একাধিকবার সালিসি বৈঠক হলেও বিচার মানতে নারাজ অভিযুক্ত আলী আহমদ। এমতাবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ ও জীবনের নিরাপত্তা চেয়েছেন প্রবাসীদের বোন পাখী আকতার। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা কামাল, সমাজপতি আবুল কালাম ও প্রবাসীদের পরিবারের সদস্যরা।